ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারাল অস্ট্রেলিয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৮ অক্টোবর ২০২৩

স্বাগতিক ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। টস জিতে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারিয়েছে অজিরা। 

রোববার (৮ অক্টোবর) এম এ চিডাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

মিচেল মার্শকে নিয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার। আর নিজের রানের খাতা খোলার আগেই বিদায় নেন মার্শ। দলীয় ৫ রানে জাসপ্রিত বুমরাহ’র বলে বিরাট কোহলির তালু বন্দি হন এই অজি ওপেনার।

অপর ওপেনার ওয়ার্নার কুলদ্বীপ যাদবের কট অ্যান্ড বোল্ড হয়ে বিদায় নিয়েছেন। তার আগে ৫২ মোকাবেলায় করে যান ৪১ রান। 

এ পর্যন্ত দুই উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭ ওভারে ৭৪ রান। স্টিভেন স্মিথ ৩৪ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ হয়েছেন মার্নাস লেবুশানে।

বিশ্ব আসরে এখন পর্যন্ত এ দু’দেশ একে অপরের মুখোমুখি হয়েছে ১২ বার। যেখানে ভারতের ৪ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৮ ম্যাচে।

এদিকে, ভারতের লক্ষ্য তৃতীয় শিরোপা ঘরে তোলা। বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া হারিয়েছে তারা। তাই বাড়তি আত্নবিশ্বাস থাকবে তাদের। 

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, ক্যামেরুন গ্রিণ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি